মহিলা হকি দলের জন্য গর্বিত দেশঃ প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
মহিলা হকি দলের জন্য গর্বিত দেশঃ প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ পুরুষ হকি দল ভারতকে ব্রোঞ্জ এনে দিতে পারলেও অল্পের জন্য পদক হাতছাড়া হল ভারতীয় মহিলা হকির দলের। তবে তাঁদের দুর্দান্ত পারফর্মেন্সের জন্য দেশ গর্বিত। এই নিয়ে এবার বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'এই দলের জন্য গর্বিত। আমরা সবসময় #Tokyo2020 আমাদের মহিলা হকি দলের দুর্দান্ত পারফরম্যান্স মনে রাখব। আমরা অল্পের জন্য মহিলা হকিতে একটি পদক মিস করেছি তবে এই দলটি নতুন ভারতের চেতনাকে প্রতিফলিত করে। #Tokyo2020 তাদের সাফল্য আরও কন্যাদের হকি খেলতে অনুপ্রাণিত করবে।'