শীতে একদিনের জন্য কাছেপিঠে ঘুরতে যাওয়ার সেরা স্থান

author-image
Harmeet
New Update
শীতে একদিনের জন্য কাছেপিঠে ঘুরতে যাওয়ার সেরা স্থান



নিজস্ব সংবাদদাতা: শীতের মধ্যে একদিনের জন্য কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে চাইছেন? তবে বুঝতে পারছেন না কোথায় যাবেন? তাহলে একদিনের ভ্রমণে বেরিয়ে আসতে পারেন বর্ধমানের ক্রাইস্ট চার্চ থেকে।



your image



 লাল ইটের এই গির্জাটি ১৮১৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন চার্লস স্টুয়ার্টের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। শীতকালে এই স্থানটি পারিবারিক ঘোরাঘুরির জন্য বেশ ভালো হতে পারে। মাথা পিছু ২৫০ টাকায় আপনি এখান থেকে ঘুরে আসতে পারবেন।

your image 



যাত্রাপথ- হাওড়া বা শিয়ালদহ থেকে রেল পথে আপনাকে বর্ধমান স্টেশন পৌঁছাতে হবে। সেখান থেকে সড়ক পথে আপনাকে যেতে হবে ক্রাইস্ট চার্চে।