নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর এবার প্রাথমিকের টেট পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার আবেদন পর্ষদের। ১৬ দফা গাইডলাইনের পর রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে প্রাথমিকের টেটের পরীক্ষা চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধ রাখার আবেদন জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সব পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় ইন্টারনেট বন্ধ করতে চায় না পর্ষদ। রাজ্যজুড়ে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের তালিকা তৈরি করছে পর্ষদ। সেই স্পর্শকাতর এলাকাগুলিতেই পরীক্ষা চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধ রাখতে চায় পর্ষদ।