বিধ্বস্ত ইউক্রেনীয়দের জন্য জেলেনস্কির ভিডিও বার্তা

author-image
Harmeet
New Update
বিধ্বস্ত ইউক্রেনীয়দের জন্য জেলেনস্কির ভিডিও বার্তা


নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ওপর পরপর হামলা চালাচ্ছে রাশিয়া। যার ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনবাসীকে হার না মানার বার্তা দিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। 

Zelensky in Kherson: Ukrainian President Visits Liberated City

তিনি বলেন, "স্বাধীনতাকে হারিয়ে যেতে দেবনা। হারিয়ে যেতে দেবনা ইউক্রেনকে। আমরা অর্থ, জল, বিদ্যুৎ ছাড়া বাঁচতে পারব। তবে স্বাধীনতা ছাড়া বাঁচতে পারব না"।

Kherson: Zelensky visits reclaimed city, accuses Russia of war crimes | CNN