নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গি ইস্যুতে উত্তেজনার পারদ চড়ল বিধানসভায়। মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমাদের মুলতুবি প্রস্তাব পড়তে দেওয়া হয়েছে, কিন্তু তা নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি। আমি বিরোধী দলনেতা হিসাবে অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম। বিধানসভায় তো স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য দফতরের কেউ আসেন না। আমাদের অনুরোধ ছিল, অন্তত সরকারের পক্ষে যে কোনও মন্ত্রী বিবৃতি দিয়ে জানান, এ পর্যন্ত ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলার জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে।’’