নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক ছাত্রী। অভিযোগ, হোয়াটসঅ্যাপে ওই ছাত্রীকে কুরুচিকর কথা পাঠান বিরোধী দল নেতা। সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ওই ছাত্রী। সূত্রের খবর, অশ্লীল কুরুচিকর ভাষা প্রয়োগ করে হোয়াটসঅ্যাপ করা হয়েছে ওই ছাত্রীকে বলে অভিযোগ। গত ১৪ নভেম্বর বিরোধী দলনেতাকে হাওড়া সাঁকরাইলের এই কলেজ ছাত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা বিনিময় করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। সেখানে লেখা ছিল, ‘গেট ওয়েল সুন’। তাতেই চটে যান নন্দীগ্রামের বিধায়ক। আর ছাত্রীকে হোয়াটসঅ্যাপে কুরুচিকর অশ্লীল ভাষায় আক্রমণ করেন তিনি।