পঞ্চায়েত ভোটে বিজেপির তুরুপের তাস মিঠুন চক্রবর্তী!

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত ভোটে বিজেপির তুরুপের তাস মিঠুন চক্রবর্তী!

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গকে নিজেদের দখলে রাখতে মরিয়া বঙ্গ বিজেপি শিবির। এদিকে শিয়রে ঝুলছে পঞ্চায়েত ভোট। আর আসন্ন এই ভোটকে পাখির চোখ করে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামাতে চলেছে বিজেপি। মঙ্গলবার রাজ্যে এলেন মিঠুন। 





জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন মিঠুন। ২৭ নভেম্বর অবধি রাজ্যের একাধিক জেলায় ঘুরবেন তিনি। বুধবার পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন এই বিজেপি নেতা। এরপর বৃহস্পতিবার বাঁকুড়া, শুক্রবার বিষ্ণুপুর, শনিবার আসানসোলে সভা করবেন মিঠুন। শুধু তাই নয়, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে সভা করবেন মিঠুন চক্রবর্তী।