New Update
/anm-bengali/media/post_banners/bSvLkYKhy9vaVsab0aNs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রতিশ্রুতি পূরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসংস্থান মেলার নতুন নিয়োগপ্রাপ্তদের হাতে ৭১,০৫৬ টি নিয়োগপত্র তুলে দিলেন। রোজগার মেলায় প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা একটি বিশেষ যুগে এই নতুন দায়িত্ব পাচ্ছেন। অমৃত কাল-এ ঢুকে পড়েছে দেশ। আমরা নাগরিকরা এই সময়ের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য সংকল্প গ্রহণ করেছি। এই সংকল্প অর্জনের জন্য, আপনি দেশের 'সারথি' হতে চলেছেন।'
Prime Minister Narendra Modi distributes 71,056 appointment letters to newly inducted recruits of Rozgar Mela. pic.twitter.com/xZo0BWgXbp
— ANI (@ANI) November 22, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us