৩০ লক্ষ টাকার চরস উদ্ধার

author-image
Harmeet
New Update
৩০ লক্ষ টাকার চরস উদ্ধার



নিজস্ব সংবাদদাতা: মুম্বাই অ্যান্টি নারকোটিক্স সেলের বান্দ্রা ইউনিট যোগেশ্বরী এলাকা থেকে ২ মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে।

your image

 তাদের কাছ থেকে ১ কেজির বেশি চরস উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া চরসের আন্তর্জাতিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকারও বেশি। এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।