New Update
/anm-bengali/media/post_banners/pRdbC3YkZ2XqbfsG1fkh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ। উৎসবের আমেজ মরু রাজ্যে। খানাপিনা, হাসি-উল্লাসের মিশেলে কাতারে এখন উৎসবের আমেজ। ফুটবল উৎসাহী বা অতিথিরা মজেছেন সেখানকার খাবারের স্বাদে।
​
সংবাদ মাধ্যমে উঠে এসেছে দোহার বেইরুত রেস্তরাঁর কথা। মধ্য প্রাচ্যের নামকরা ফুড পয়েন্ট এই বেইরুত রেস্তরাঁ। দোহায় সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের খাবার, আগামী কয়েক দিনের জন্য ঠিকানা হতে পারে এই বেইরুত রেস্তরাঁ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us