New Update
/anm-bengali/media/post_banners/k6JXbSZTelaQ0FlTQN6j.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সোনালী দিনের সেই অধ্যায়ে ফিরে যেতে পারেনি ব্রাজিল। এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবীদার নেইমাররা। কিন্তু ব্রাজিল কি পারবে? ব্রাজিলের সমস্যার অন্যতম কারণ সে দেশের ফুটবল নিয়ামক সংস্থা, এমনটাই মনে করছেন ব্রাজিলিয়ান লেখক জামিল চাদে।
তিনি মনে করেন, "রোনাল্ডো, রবার্তো কার্লোস, কাফু, রিভালদো, কাকা, রোনাল্ডিনহো... একটি স্বপ্নের দল। তবুও ব্রাজিল মাত্র পাঁচবার বিশ্বকাপ জিততে পেরেছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us