New Update
/anm-bengali/media/post_banners/ZmAQVIPzXR26I0L8plrC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইকুয়েডরের এক ফুটবল অনুরাগী পিটার উঠে দাঁড়িয়ে হাত দিয়ে 'টাকা... টাকা' বলে কাতারের সমর্থকদের ব্যঙ্গ করতে শুরু করেছিলেন। কাতারের এক ভক্ত তার কর্মকাণ্ডের বিরোধিতা করেন এবং রাগান্বিতভাবে পিটারকে চুপ করতে এবং "মুখ বন্ধ করে" বসতে বলেন। ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। সামাজিক মাধ্যমে পোস্ট হয়েছে সেই ভিডিও। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলেও অপ্রীতিকর কিছু ঘটেনি বলেই জানা গিয়েছে।
— Out Of Context Football (@nocontextfooty) November 20, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us