মৃত বাঙালি জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল বাঁকুড়ায়

author-image
Harmeet
New Update
মৃত বাঙালি জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল বাঁকুড়ায়

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে তুষারঝড়ে মৃত বাঙালি জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল বাঁকুড়ায়। রাতেই সেনাবাহিনীর তরফে গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ২১ বছরের সৌভিক হাজরার কফিনবন্দি দেহ পৌঁছয় ওন্দার খামারবেড়িয়ার বাড়িতে। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম।