নিজস্ব সংবাদদাতা : আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা কংগ্রেস নেতা অশোক গেহলটের।
তিনি বলেন, 'কেজরিওয়ালকে জিজ্ঞাসা করা উচিত কেন তারা হঠাৎ হিমাচল থেকে প্রচার প্রত্যাহার করে নিলেন? তারা সেখানে শুধু প্রার্থী দিয়েছে। এখানেও তারা এটা তুলে নেয় কিনা কে জানে? তারা কি বিজেপির সঙ্গে যোগসাজশ করছে? তাদের বিশ্বাসযোগ্যতা কমে গেছে।'