'উই ওয়ান্ট বিয়ার', কাতারকে হারিয়ে স্লোগান ইকুয়েডর সমর্থকদের

author-image
Harmeet
New Update
'উই ওয়ান্ট বিয়ার', কাতারকে হারিয়ে স্লোগান  ইকুয়েডর সমর্থকদের

​নিজস্ব সংবাদদাতাঃ আল বায়েত স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে কাতারকে হারিয়েছে ইকুয়েডর। এদিন ইকুয়েডর সমর্থকরা আনন্দিত হয়ে আরব দেশের বিশ্বকাপ স্টেডিয়া এবং এর আশেপাশে বিয়ারের জন্য স্লোগান দেয়। ম্যাচটি যখন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছিল, ইকুয়েডর সমর্থকরা স্লোগান দিতে শুরু করে "আমরা বিয়ার চাই"। হলুদের সমুদ্রকে উপেক্ষা করা কঠিন ছিল, গ্রুপ এ ওপেনারে দলের প্রভাবশালী জয় উদযাপন করতে অ্যালকোহল সরবরাহ করার আহ্বান জানিয়েছিল।