New Update
/anm-bengali/media/post_banners/wwvCRJjzN1SnceKRzAbQ.jpg)
দিগ্বিজয় মাহালী, ডেবরা, পিংলা, পশ্চিম মেদিনীপুর: সকাল সাড়ে সাতটা পার করলেও সূর্যের দেখা নেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে। ডেবরা, সবং, পিংলাতেও একই ছবি। সকাল সকাল মানুষজন তাদের কাজে বেরিয়েছে। রাত হলেই ঠান্ডা থেকে একটু তাপ পাওয়ার জন্য আগুন পোয়ানো চলছে। মাঝে-মাঝেই রৌদ্দুর ও মেঘে লুকোচুরি চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us