নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবারই টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের পুরুষ হকি দল। সেই উপলক্ষ্যে ভারতের জুনিয়র পুরুষ হকি দল সিনিয়র দলকে শুভেচ্ছা জানাল। সিনিয়র দলের পদক জেতা উপলক্ষ্যে ভারতের জুনিয়র পুরুষ হকি দলের সকল প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফেরা উৎসব পালন করছেন। হকি ইন্ডিয়ার টুইট করা ভিডিও থেকেই জানা গিয়েছে একথা।