জাপোরিঝিয়ায় সংঘাত, পরস্পরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন

author-image
Harmeet
New Update
জাপোরিঝিয়ায় সংঘাত, পরস্পরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন

নিজস্ব সংবাদদাতাঃ জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সাম্প্রতিক গোলাবর্ষণের জন্য ইউক্রেন ও রাশিয়া একে অপরকে দোষারোপ করেছে। ইউক্রেনের জাতীয় পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি এনারগোয়াটম রোববার এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার গোলাবর্ষণে ১২ বারেরও বেশি ক্ষতি হয়েছে। গোলাবর্ষণের ফলস্বরূপ, বিশেষ কর্পস, রাসায়নিকভাবে বিচ্ছিন্ন জল স্টোরেজ ট্যাংক, বাষ্প জেনারেটরের ব্লোডাউন সিস্টেম, স্টেশন-প্রশস্ত ডিজেল ইঞ্জিনগুলোর মধ্যে একটির অক্জিলিয়ারি সিস্টেম এবং স্টেশন অবকাঠামোর অন্যান্য সরঞ্জামগুলির সাথে যোগাযোগের ওভারপাসগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে।