ডেঙ্গু সচেতনাতায় প্রচার স্কুলের ছাত্র-ছাত্রীদের

author-image
Harmeet
New Update
ডেঙ্গু সচেতনাতায় প্রচার স্কুলের ছাত্র-ছাত্রীদের

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে রবিবার 'দ্য মিশন' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পাণ্ডবেশ্বরে আয়োজিত হল পদযাত্রা । স্থানীয় বাউরী, বাধ্যকর পাড়া থেকে পদযাত্রাটি শুরু হয়। ফুলবাগান মোড়, বাজার ঘুরে শেষ হয় পাণ্ডবেশ্বর রেলস্টেশন চত্বরে। এদিনের পদযাত্রায় স্কুলের ছাত্র-ছাত্রীরা ছাড়াও পা মেলান স্থানীয়রাও। 

আয়োজকদের পক্ষে মাধব ঘোষ জানান, ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এদিনের পদযাত্রার আয়োজন।‌ ডেঙ্গু মুক্ত পাণ্ডবেশ্বর গড়ে তোলা সংস্থার উদ্দেশ্য বলে জানান মাধববাবু । উল্লেখ্য, সাধারণত এডিস মশা এই রোগের বাহক। মশার বংশবৃদ্ধি ঘটলে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ে। সাধারণত বিভিন্ন জায়গায় জমা জলে এই মশার বংশবৃদ্ধি ঘটে। এই বিষয়ে মানুষের সচেতনতার প্রয়োজন রয়েছে । ঘুমানোর সময় মশারি টাঙানো দরকার । এই নিয়মগুলি মেনে চললে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধ সম্ভব বলে মত বিশেষজ্ঞদের ।