গোয়াকে হারাতে বদ্ধপরিকর ATKMB

author-image
Harmeet
New Update
গোয়াকে হারাতে বদ্ধপরিকর ATKMB

নিজস্ব সংবাদদাতাঃ এবারের ইন্ডিয়ান সুপার লিগেও মজবুত দল গড়েছে এটিকে মোহন বাগান। খেতাব জয়ের অন্যতম দাবীদার তারা। টানা চার ম্যাচে অপরাজিত সবুজ মেরুন ব্রিগেড। গোয়ার বিরুদ্ধেও অপরাজিত থাকতে চাইছে হুয়ান ফেরান্দোর দল। সেই সঙ্গে পাখির চোখ তিন পয়েন্ট। আজ মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে বাগান।