কোভিডের পর ৩ গুণ পর্যটন সমৃদ্ধি হিমাচলে

author-image
Harmeet
New Update
কোভিডের পর ৩ গুণ পর্যটন সমৃদ্ধি হিমাচলে

নিজস্ব সংবাদদাতা : করোনার দুঃসময় পেরিয়ে স্বাভাবিক ছন্দে পর্যটন। গতবারের তুলনায় চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত হিমাচল প্রদেশে পর্যটনের গতি বেড়েছে তিন গুণ। পর্যটন বিভাগের দেওয়া তথ্য অনুসারে, ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবরের মধ্যে ২৮,২৩২ জন বিদেশী সহ রাজ্যে মোট ১.২৮ কোটি পর্যটকের আগমন ঘটেছে। গত বছর পর্যটকের সংখ্যা ছিল ৪১.০৩ লক্ষ। 



পর্যটন পরিচালক এবং হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এইচপিটিডিসি) ম্যানেজিং ডিরেক্টর অমিত কাশ্যপের কথায়,"কোভিড -১৯ প্রাদুর্ভাবের সময় যারা বাড়ি থেকে বেরোতে পারেননি তারা এখন বাইরে যেতে শুরু করেছেন।গুজরাটের মতো রাজ্যে আঞ্চলিক ভাষায় পর্যটন বিভাগের আক্রমনাত্মকবিপণন, যেখান থেকে পর্যটকদের আগমন কম ছিল, তা লোকসংখ্যা বাড়াতে সাহায্য করেছে।"

কাশ্যপ টেলিভিশন চ্যানেল এবং মাল্টিপ্লেক্সে বিপণন এবং রাজ্যের ১২টি জেলার অফরুটগুলিকে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করায় পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন।