নিজস্ব সংবাদদাতা : কলকাতা বিমানবন্দরে তিমি মাছের মতো বিশালাকার এয়ারবাস বেলুগা। বিশ্বের বৃহত্তম বিমানগুলির মধ্যে এটি অন্যতম ও আকর্ষণীয়। ক্রু-এর বিশ্রাম ও জ্বালানি ভরতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বলে জানানো হয়েছে বিমানবন্দরের তরফে।কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ খবরটি জানানোর পাশাপাশি বিশালাকার এয়ারবাসটির কিছু ছবিও শেয়ার করেছে।
বিমানটির বিশালাকার কেবিন একটি সাধারণ ওয়াইড-বডি বিমানের আকারের প্রায় চারগুণ। এয়ারবাস A300 B4-608 ST সুপার ট্রান্সপোর্টার বা বেলুগা হল স্ট্যান্ডার্ড A3000-600 ওয়াইড-বডি এয়ারলাইনারের একটি সংস্করণ যা বিমানের যন্ত্রাংশ এবং বড় আকারের কার্গো বহন করার জন্য পরিবর্তিত হয়।