New Update
/anm-bengali/media/post_banners/UNyNYXvknESODMlL07GW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৯টা নাগাদ মাঠে নামবে আয়োজক কাতার এবং ইকুয়েডর। তবে ফুটবল প্রেমীরা অপেক্ষায় থাকবেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপেদের জন্য। মেসি- রোনাল্ডোর হয়তো এটাই শেষ ফিফা বিশ্বকাপ । এমবাপের সামনে রয়েছে লম্বা কেরিয়ার। মরু শহরে মহাতারকাদের পায়ের জাদু দেখার অপেক্ষায় রাত জাগবেন অনেকে।
Get your dancing shoes on. We’re one day away!🕺🪩#FIFAWorldCup | #Qatar2022pic.twitter.com/Val01Ba18f
— FIFA World Cup (@FIFAWorldCup) November 19, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us