বারান্দা থেকে পড়ে শিশু মৃত্যু নিয়ে সচেতনতার বার্তা দিল্লি এইমসের

author-image
Harmeet
New Update
বারান্দা থেকে পড়ে শিশু মৃত্যু নিয়ে সচেতনতার বার্তা দিল্লি এইমসের

নিজস্ব সংবাদদাতা : উঁচ্চতা হল উঁচু থেকে পড়ে গিয়ে মৃত্যুর কারণ। ১২ বছর বা তার নীচে শিশু মৃত্যুর কারণ বেশিরভাগ সময়েই উঁচু জায়গা কিংবা বারান্দা থেকে পড়ে যাওয়ার কারণে হয়ে থাকে। দিল্লি এইমসের গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে।

ভারতে, প্রতি তিন মিনিটে একজনের মাথায় আঘাতের কারণে মৃত্যু হয় এবং এই মাথার আঘাতের ৩০ শতাংশই শিশুদের মধ্যে দেখা যায় বলে জানান এইমস-এর নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক তথা গবেষণার অন্যতম লেখক ডঃ দীপক গুপ্ত। তিনি বলেন যে শিশুদের মধ্যে দেখা যায় সমস্ত মাথার আঘাতের মধ্যে, ৬০ শতাংশের বেশি ফলাফল উচ্চতা থেকে পড়ে যাওয়ার কারণে।