স্কেটবোর্ড থেকে পড়ে চোট খুদে অলিম্পিয়ানের

author-image
Harmeet
New Update
স্কেটবোর্ড থেকে পড়ে চোট খুদে অলিম্পিয়ানের

​নিজস্ব সংবাদদাতাঃ অলিম্পক্সে পদক জয়ের থেকে কৃতিত্বের সঙ্গে হয়তোই কোন কিছু হতে পারে। তাই ব্যর্থতার গ্লানিও স্বাভাবিকভাবেই বেশি। তবে জয় পরাজয় উচ্ছ্বাস বা হতাশাকে দূরে ঠেলে দিয়ে অলিম্পিক্সে একাধিকবার দেখা মিলেছে খেলোয়াড়চিত মনোভাবের। স্কেটবোর্ডিংয়ে ইভেন্টেও এমনই এক ছবির দেখা মিলল। ফাইনাল দৌড়ের আগে অবধি শীর্ষে ছিলেন জাপানের স্কেটবোর্ডার মিসুগু ওকামতো। তবে ফাইনালে ইন্ডি স্কিট, তাঁর রানের সেরা কৌশলটি বাস্তবায়িত করতে গিয়ে ঘটে বিপত্তি। পড়ে যাওয়ার ফলে প্রথম স্থান থেকে পিছিয়ে গিয়ে চতুর্থ স্থানে শেষ করেন মিসুগু। মাত্র ১৫ বছর বয়সী জাপানের স্কেটবোর্ডার আশাহত হয়ে মাটিতেই শুয়ে কান্নায় ভেঙে পড়েন।