New Update
/anm-bengali/media/post_banners/3nUIwFWBHlXGyPVFx2lH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপ জ্বরে ভুগতে শুরু করেছে ভারতের ফুটবল মক্কা কলকাতা। প্রিয় দলের জার্সি কেনার জন্য দোকানে দোকানে বাড়তে শুরু করেছে ভিড়। চিরন্তন ব্রাজিল, আর্জেন্তিনার পাশাপাশি অন্যান্য দেশের জার্সিরও চাহিদা রয়েছে।
জানা গিয়েছে, আমদানি করা জার্সির দাম ৮০০-১৫০০ টাকার মধ্যে। দেশীয় ব্র্যান্ডের নিলে দাম পড়তে পারে ৪০০-৫০০ টাকা। মাপ অনুযায়ী পতাকার দামও গড়ে প্রায় ৫০০ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us