'নিয়ন্ত্রণের বাইরে', বিশ্বকাপে বিয়ার ব্যান করার সিদ্ধান্তে Budweiser-এর প্রতিক্রিয়া

author-image
Harmeet
New Update
'নিয়ন্ত্রণের বাইরে', বিশ্বকাপে বিয়ার ব্যান করার সিদ্ধান্তে Budweiser-এর প্রতিক্রিয়া

নিজস্ব সংবাদদাতাঃ ফিফার এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছেন। কাতার বিশ্বকাপ স্টেডিয়ামের আশেপাশে বিয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফুটবল নিয়ামক সংস্থার এই ঘোষণার পর বিয়ার প্রস্তুতকারণ সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পরে সামাজিক মাধ্যমে নিজেদের সংশোধিত পোস্টে Budweiser-এর প্রতিক্রিয়া, "আমাদের নিয়ন্ত্রণের বাইরের বিষয়"।