সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

author-image
Harmeet
New Update
সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল : সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের । মৃতের নাম বাদল পাসী (২০) । শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বক্তারনগর ফ্লাইওভারের উপর। শনিবার সকাল ১০টা নাগাদ অন্ডাল থেকে রানীগঞ্জ যাওয়ার সময় জাতীয় সড়কের বক্তারনগর ফ্লাই ওভারে দুর্ঘটনায় মৃত্যু হয় মদনপুর পঞ্চায়েতের চক্রামবাটীর বাসিন্দা বাদল পাসী-র। 

বাইক নিয়ে বাদল যাচ্ছিলেন গন্তব্যে। ফ্লাই ওভারের উপর বাইক সহ তার মৃতদেহ পড়েছিল । প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহর মাথার উপর আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত কোনো ভারি গাড়ি চাকার আঘাতে মৃতের মাথা থেতলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আছে অন্ডাল ট্রাফিক গার্ডের পুলিশ । দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা বাদলকে মৃত বলে ঘোষণা করেন ।