New Update
/anm-bengali/media/post_banners/zOqa67nadiAAqS5HPigQ.jpg)
​
নিজস্ব প্রতিনিধিঃ একজন মহিলা যখন গার্হস্থ্য হিংসার শিকার হয় তখন তা নিয়ে দেশ, সমাজজুড়ে হইচই পড়ে যায়। মহিলাদের রক্ষার্থে তৈরি হয়েছে বহু আইন। কিন্তু পুরুষও যে গার্হস্থ্য হিংসার শিকার হতে পারে তা এখনও অবধি অনেকের ধ্যান ধারণার বাইরে থাকে।
অনেক পুরুষই আছেন যারা লোক লজ্জার ভয়ে মুখ খোলার থেকে বিরত থাকেন। এ বিষয়ে অল বেঙ্গল মেন'স ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্য এএনএম নিউজের প্রতিনিধিকে জানান, 'যতদিন না পুরুষ মানুষের জন্য একটা বিশেষ কমিশন বা আইন তৈরি হচ্ছে ততদিন কত সংখ্যক পুরুষ গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন তা বলা যাচ্ছে না।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us