মুর্শিদাবাদের ১৫ টি ব্লকের স্কুল সাব-ইনস্পেক্টরদের তলব সিবিআইয়ের

author-image
Harmeet
New Update
মুর্শিদাবাদের ১৫ টি ব্লকের স্কুল সাব-ইনস্পেক্টরদের তলব সিবিআইয়ের


নিজস্ব সংবাদদাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার নয়া মোড়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের ১৫ টি ব্লকের স্কুল সাব-ইনস্পেক্টরদের তলব করল সিবিআই। 

CBI chargesheets 4 of its sub-inspectors for conducting fake raid on IT  firm in Chandigarh

আগামী ২১ নভেম্বর তাদের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। চিঠি দিয়ে এই তলবের কথা জানানো হয়েছে। স্কুল সাব-ইনস্পেক্টরদের নিয়োগ সংক্রান্ত তথ্য সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।