জেনে নিন রাখির শুভ সময়

author-image
Harmeet
New Update
জেনে নিন রাখির শুভ সময়

​নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছর রাখী কবে?

হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে রাখী বন্ধন উৎসব পালিত হয়। চলতি বছর রবিবার, ২২ অগস্ট রাখী।

রাখী বন্ধনের শুভক্ষণঃ-

হিন্দু পঞ্জিকা অনুযায়ী ২১ অগস্ট সন্ধে ৩টে ৪৫ মিনিট থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা শুরু হবে। ২২ অগস্ট ৫টা ৫৮ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে। উদয়া তিথিতে রাখী বন্ধন উৎসব পালিত হয়। ২২ অগস্ট উদয়া তিথি হওয়ার এদিনই রাখী বন্ধন হবে। রাখী বন্ধনের অপরাহ্নের সময় হল, ১টা ৪৪ মিনিট থেকে ৪টে ২৩ মিনিট পর্যন্ত।