জেনারেল ব্রাইন রাইসের কত গুণাগুণ আছে জানেন? Harmeet 05 Aug 2021 17:55 IST Follow UsNew Update​নিজস্ব সংবাদদাতাঃ ব্রাউন রাইসের উপকারিতা১) ওজন হ্রাস: ওজন কমাতে সাহায্য করে এই রাইস। রন্ধন প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ হলেও গুণ অনেক।২) ডায়াবেটিস নিয়ন্ত্রণ৩) ব্রাউন রাইস বা ঢেঁকি ছাঁটা চালে উপস্থিত পলিফেনল, পাইটিক অ্যাসিড রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।৪) ফাইবারে ভরপুর৫) এই চাল অধিক পরিমাণে ফাইবার যুক্ত হওয়ায় তা কোষ্ঠ কাঠিন্য দূর করে। হজমের সমস্যাও নিরাময় করে এই চাল।৬) অ্যান্টি অক্সিডেন্ট ও অবসাদ দূর৭) গবেষণা বলছে এই চালে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সার রোধে সহায়ক। এ ছাড়াও এই চাল অবসাদ দূর করতেও সাহায্য করে বলে দাবি। west bengal kolkata india health update healthy food obesity Brown Rice PCOD Benefit Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন