​নিজস্ব সংবাদদাতাঃ প্যান্ট শাড়িঃ- ভাবছেন শাড়ির সঙ্গে প্যান্ট আবার কীভাবে যেতে পারে ! যদি আপনি নিজের ফ্যাশন সম্পর্কে আত্মবিশ্বাসী হন তাহলে কোনও কথাই নেই। তাহলে খুব সহজেই শাড়িকে প্যান্টের উপর দিয়ে জড়িয়ে নিতে পারেন। ভাবছেন এ শুধুমাত্র তারকাদেরই সম্ভব। না কখনই নয় প্যান্টের সঙ্গে শাড়ির মেলবন্ধন কিন্তু আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচাবে। শাড়ি খুলে যাওয়ার প্রবণতা খুব কম থাকে যদি প্যান্টের সঙ্গে ঠিক করে পরতে পারেন শাড়ি। একবার চেষ্টা করতে ক্ষতি কী তাই না!