New Update
/anm-bengali/media/post_banners/j21L2x9WgLN919Ok5X2Q.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। এমনটাই জানিয়েছেন রায়গড়ের এসপি সোমনাথ ঘার্গে। তিনি জানিয়েছেন, 'গত মধ্যরাতে খোপোলি পিএস সীমানায় এক্সপ্রেসওয়েতে পুনে থেকে মুম্বাইগামী একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ৬ জন নিহত ও ৩ জন আহত হয়। খোপোলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, আরও তদন্ত চলছে'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us