EPL: বেছে নিন নভেম্বর মাসের সেরা গোলটি

author-image
Harmeet
New Update
EPL: বেছে নিন নভেম্বর মাসের সেরা গোলটি

নিজস্ব সংবাদদাতাঃ চলতি মরসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ প্রায় মাঝপথে। প্রতিটি দল ইতিমধ্যে খেলেছে ১৪-১৫টি করে ম্যাচ। নভেম্বর মাস এখনও শেষ হয়নি। এরই মধ্যে বেশ কিছু চোখ ধাঁধানো গোলের সাক্ষী থেকেছেন ফুটবল অনুরাগীরা। চলতি মাসের সেরা কিছু গোলের ভিডিও কোলাজ সামাজিক মাধ্যমে পোস্ট করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বেছে নিন আপনার বিচারে নভেম্বরের সেরা গোলটি।