New Update
/anm-bengali/media/post_banners/IB0NzIG7jAv4V2A7tW9m.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিউজিল্যান্ডের ওয়েলিংটনে প্রবল বৃষ্টি। সঠিক সময়ে হয়নি টস। ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটরাও মাঠে নামতে পারেননি। দ্বিপাক্ষিক টি২০ সিরিজের প্রথম ম্যাচটি খেলা আদৌ হবে কি না সে ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে অবসর যাপনের জন্য ফুটভলিতে মজেছেন দুই দলের ক্রিকেটাররা। ইন্ডোরে ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে খেলছেন ফুটভলি। সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে সেই ভিডিও।
#TeamIndia and New Zealand team enjoy a game of footvolley as we wait for the rain to let up.#NZvINDpic.twitter.com/8yjyJ3fTGJ
— BCCI (@BCCI) November 18, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us