New Update
/anm-bengali/media/post_banners/U9xhTVHbbhJReqIsDq0t.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানায় বিজেপি সাংসদের বাড়িতে ধুন্ধুমার। শুক্রবার হায়দরাবাদে বিজেপি সাংসদ অরবিন্দ ধর্মপুরীর বাড়িতে টিআরএস সমর্থকরা হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। বানজারা হিলসে নিজামাবাদের বিজেপি সাংসদ ধর্মপুরী অরবিন্দের বাড়িতে এমএলসি কবিতা কালাভকুন্তলাকে নিয়ে তাঁর মন্তব্যের জন্য আক্রমণ করে টিআরএস কর্মীরা। যদিও হামলা চালানোর সময়ে বাড়িতে উপস্থিত ছিলেন না বিজেপি সাংসদ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us