New Update
/anm-bengali/media/post_banners/xT76IKwdDYEQszPjGDD2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার নাম না করে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। গরু পাচারকাণ্ডে বর্তমানে জেলবন্দি বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এদিকে বৃহস্পতিবার ইডি তাঁকে গ্রেফতার করে। দিলীপ ঘোষ বলেন, 'এখন সুদ জমছে, এক সময় সব হিসেব হবে। তৃণমূল নেতাদের সব হিসেব দিয়ে যেতে হবে। একজন মন্ত্রী গিয়ে বললেন বাঘ খাঁচায় আছে। বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না। দিল্লির রুটি, চা কেমন খেতে তা ওখানে গেলেই টের পাবেন। হয়তো ১১০ কেজি ওজন ৭৫ কেজি হয়ে আসবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us