অলিম্পিক্সে রুপো পেলেন রবি কুমার

author-image
Harmeet
New Update
অলিম্পিক্সে রুপো পেলেন রবি কুমার

নিজস্ব সংবাদদাতাঃ অলিম্পিক্সে রুপো পেলেন রবি কুমার দাহিয়া। পঞ্চম কুস্তিগির হিসেবে পদক জিতল রবি। ৫৭ কেজির ফ্রি স্টাইলে কুস্তিতে রুপো জিতল রবি। ফাইনালে রুশ কুস্তিগীরের কাছে হার। মীরাবাঈ চানুর পর রবির হাত ধরে দ্বিতীয় রুপো পেল ভারত।