কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে শুধু মাছ আর মাছ

author-image
Harmeet
New Update
কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে শুধু মাছ আর মাছ

 হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে শুধু মাছ আর মাছ। সৈকতে ভেসে এসেছে ঝাঁকে ঝাঁকে মাছ। ছোট আকারের বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু সবই মৃত। সৈকতের লাবণী পয়েন্ট থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত মৃত মাছে ছেঁয়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে জোয়ারের তোড়ে এসব মরা মাছ কক্সবাজার সৈকতে ভেসে আসে। এই মৃত মাছ দেখতে ও কুড়াতে উৎসুক জনতার ভিড় নামে সৈকতে। এসময় সৈকতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পর্যটক আর স্থানীয়রা ভেসে আসা মাছ কুড়িয়ে নেয়। আবার অনেকে সেই মাছ সৈকতেই বিক্রি করছেন। গত কয়েক মাসের ব্যবধানে কয়েক দফায় সাগরে ভেসে এসেছিলো অসংখ্য জেলিফিশ। এর আগে, সমুদ্র সৈকতে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য। তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব তথ্য জানিয়েছেন কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক শামীম হোসেন।