টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জামুড়়িয়ায় দেওয়াল লিখন

author-image
New Update
টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জামুড়়িয়ায় দেওয়াল লিখন

হরি ঘোষ, জামুড়িয়া:২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জামুড়িয়া ব্লক (১) তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পিন্টু কুমার দত্তের নেতৃত্বে ভার্চুয়াল ছাত্র সমাবেশের দেওয়াল লিখন করা হলো জামুড়িয়া শহর জুড়ে।উপস্থিত ছিলেন ছাত্রনেতা জয়দীপ রুইদাস, গোবর্ধন রুইদাস, আকাশ বাউরী রোশন সিং, মোহন হরিজন সহ ব্লক ছাত্রনেতারা।