বিতর্কিত পোস্টের পর মুখ খুললেন ঋত্বিক

author-image
Harmeet
New Update
বিতর্কিত পোস্টের পর মুখ খুললেন ঋত্বিক

নিজস্ব সংবাদদাতা: ‘অনেককেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো’, বুধবার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর ফেসবুকের দেওয়ালে ভেসে ওঠে এমনই একটি পোস্ট। এরপরই তাঁর পোস্ট ঘিরে শুরু হয় নানা বিতর্ক।এরপরই বৃহস্পতিবার সকালে আরও একটি পোস্ট করেন ঋত্বিক চক্রবর্তী। নতুন পোস্টে টলিউড অভিনেতা লিখেছেন, ‘কাল একটা পোস্ট করেছিলাম, পরে কমেন্ট দেখে বুঝলাম অনেকেই লেখাটাকে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কিত বলে মনে করেছেন। আমার বিপদের দিনের জন্য অপেক্ষা করবেন বলেও বলেছেন। পোস্টটা করার সময় ঐন্দ্রিলার কথা মাথায় ছিল না। পরে বুঝলাম থাকলে ভালো হতো। যাদের দুঃখ দিলাম, দুঃখিত। মার্জনা করবেন।’