৮৬৫৮ বছরের কারাদণ্ড পেলেন তুরস্কের ওকতার, কী অপরাধ তাঁর?

author-image
Harmeet
New Update
৮৬৫৮ বছরের কারাদণ্ড পেলেন তুরস্কের ওকতার, কী অপরাধ তাঁর?

নিজস্ব সংবাদদাতাঃতুরস্কের একটি আদালত এক ব্যক্তিকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। এক দশক আগের পুরোনো এক মামলার পুনর্বিচারে এই সাজা ঘোষণা করা হয়েছে। অন্যকে ফাঁদে ফেলে দাবি আদায় করা, যৌন নিপীড়ন, অর্থ পাচার এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে এত দিনের কারাদণ্ডের সাজা হয়েছে। সাজা পাওয়া ওই ব্যক্তির নাম আদনান ওকতার। বয়স ৬৬ বছর। তিনি তুরস্কের ইসলামিক টেলিভিশনে বক্তা ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থের লেখক। টেলিভিশনে নিজেকে মুসলিম মতাদর্শ প্রচারক আখ্যা দিতেন তিনি। আদনান ওকতার হারুন ইয়াহিয়া ছদ্মনামে লিখতেন। এর আগে এক মামলায় তাঁর ১ হাজার ৭৫ বছরের কারাদণ্ডের সাজা হয়। কিন্তু উচ্চ আদালতে সেই রায় বাতিল করা হয়। পুনর্বিচারে ইস্তাম্বুলের উচ্চ আদালত যৌন নির্যাতন সহ বেশ কয়েকটি অভিযোগে আদনান ওকতারকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেন। এছাড়া আরও ১০ জন সন্দেহভাজনকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ওই আদালত।