অভিনব কৌশলে সোনা পেস্ট পাচারের চেষ্টা কলকাতা বিমানবন্দরে

author-image
Harmeet
New Update
অভিনব কৌশলে সোনা পেস্ট পাচারের চেষ্টা  কলকাতা বিমানবন্দরে

নিজস্ব সংবাদদাতা: অভিনব কৌশলে মোজার মধ্যে লুকিয়ে সোনা পেস্ট পাচার করতে গিয়ে কলকাতা বিমানবন্দরে আটক যাত্রী। বিমানবন্দর সূত্র মারফত খবর, দোহা থেকে কলকাতা গামী বিমান কাতার এয়ারওয়েজের QR 540 কলকাতা বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে বেরোনোর সময় চলাফেরায় অসঙ্গতি থাকায় ওই যাত্রীকে আটক করা হয়। এরপর বিমানবন্দরে নিযুক্ত শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকরা তল্লাশি চালানোর সময় জুতো খুলতেই চক্ষু চড়কগাছ। মোজার ভেতরে ৩৯৯.৪৬০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার হয়।