New Update
/anm-bengali/media/post_banners/itXueelhsNc3Qxjsbjk5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিনে প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ থেকে বাংলায় খুলছে সিনেমা হল। আজ থেকেই খুলছে আইনক্স। এছাড়া আগামী সপ্তাহে খুলবে কলকাতার বাকি সিনেমা হল বলে আশাবাদী ইম্পার প্রেসিডেন্ট। জানা গিয়েছে, বৃহস্পতিবারই খুলছে কলকাতা ও আশপাশে আইনক্সের ছটি হল। প্রথম দফায় সিটি সেন্টার ১, লিলুয়া, মেট্রো, মধ্যমগ্রাম, স্বভূমি ও কোয়েস্ট মলে খুলছে আইনক্স। ব্যবস্থা থাকছে শুধু ই-টিকিটের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us