New Update
/anm-bengali/media/post_banners/wzhsc7IEaYcKJhkjCfZs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গুজরাট বিধানসভার ভোটকে পাখির চোখ করে জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এহেন অবস্থায় বিজেপি নেতা অল্পেশ ঠাকোর, যিনি গুজরাট বিধানসভা নির্বাচনে গান্ধীনগর দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন, তিনি নির্বাচনে ১৫০ টিরও বেশি আসনে জয়লাভের বিষয়ে দলের প্রতি আস্থা প্রকাশ করেছেন।
সেইসঙ্গে এই বিজেপি নেতা তার আগের দল অর্থাৎ কংগ্রেসকেও একহাত নিয়ে বলেন যে তারা রাজ্যে জমি হারিয়েছে এবং এর কোনও নেতারই জনভিত্তি নেই।