অল্পের জন্য প্রাণে বাঁচলেন ‘ ডেনিস রিচার্ডস

author-image
Harmeet
New Update
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ‘ ডেনিস রিচার্ডস

নিজস্ব সংবাদদাতা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন হলিউড অভিনেত্রী ডেনিস রিচার্ডস এবং তাঁর স্বামী অ্যারন ফাইপার্স। সোমবার লস অ্যাঞ্জেলসের রাস্তায় পার্কিংয়ের সময় তাঁদের সঙ্গে ঝামেলা বাধে এক গা়ড়িচালকের। অভিযোগ, সে সময় ডেনিসদের গাড়ি লক্ষ্য করে গুলি চালান ওই ব্যক্তি। তবে গুলিটি ডেনিসদের গাড়ির পিছনে গিয়ে লাগে। দু’জনে অক্ষত থাকলেও ঘটনার আকস্মিকতায় দৃশ্যতই বিহ্বল ডেনিস কাঁদতে কাঁদতে স্টুডিয়োয় ঢোকেন।