করোনার তৃতীয় ঢেউ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল আমেরিকা

author-image
Harmeet
New Update
করোনার তৃতীয় ঢেউ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল আমেরিকা

​নিজস্ব সংবাদদাতাঃ কোভিডের তৃতীয় ঢেউয়ে সব চেয়ে বেশি আক্রান্ত হতে পারে ছোটরা। এমন সতর্কবাণী ছিলই। অগস্ট মাসেই তার প্রতিফলন নজরে পড়তে শুরু করেছে আমেরিকায়। গত এক সপ্তাহে আমেরিকায় অন্তত ৭২ হাজার শিশু ও কিশোর-কিশোরী সংক্রমিত হয়েছে সার্স-কোভ-২-এ। অতিমারি কালে ছোটদের মধ্যে এত বেশি সংখ্যক সংক্রমণ চোখে পড়েনি। জুন মাসের তুলনায় সংক্রমণের সংখ্যা পাঁচ গুণ বেড়েছে। ‘ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেল‌্‌থ’-এর ডিরেক্টর ফ্রান্সিস কলিনস বলেন, ‘‘একটা বিষয় স্পষ্ট। এখন করোনার যে ভেরিয়েন্টটি ছড়াচ্ছে, সেটি বাচ্চাদের গুরুতর ভাবে কাবু করতে সক্ষম।’’ কলিনস জানান, লুইজ়িয়ানার হাসপাতালের শিশু বিভাগ থেকে খবর মিলেছে, কয়েক মাসের শিশুও সংক্রমিত হয়েছে। কলিনসের কথায়, ‘‘অনেককেই বলতে শোনা যাচ্ছে, তোমার বয়স কম, চিন্তা নেই। কিন্তু তেমনটা নয়। চিন্তা থাকছেই।’’