দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : হারিয়েছে কাজ, মেলেনি বেতন, কাজ ও বকেয়া বেতনের দাবিতে মহকুমা হাসপাতালের জরুরী বিভাগের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান-বিক্ষোভে বসলো ৩২ জন অস্থায়ী কর্মী।
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিজেদের দাবি-দাওয়া নিয়ে করোনার সময়কালে কাজ করা ৩২ জন অস্থায়ী কর্মী অবস্থান-বিক্ষোভে বসলো। তাদের দাবি, করোনার সময় তারা ঘাটাল হাসপাতালে করোনা বিভাগে কাজ করেছেন কিন্তু ঘাটাল হাসপাতালে দীর্ঘদিন কাজ করার পরেও তাদের যে ঠিকা কর্মী কাজে নিযুক্ত করেছিল তিনি তাদের ১০ মাসের বকেয়া বেতন দেয়নি। এমনকি ওই কর্মীদের কাজ বন্ধ বলে জানিয়ে দিয়েছেন হাসপাতাল ও ঠিকাদার সংস্থা,কাজ হারিয়ে বিপাকে পড়েছে প্রায় ৩২ জন অস্থায়ী কর্মী।বকেয়া টাকা ও কাজের দাবিতে বিভিন্ন প্রশাসনের দপ্তরে ঘুরে লিখিত অভিযোগ জানিয়েও কোন সুরাহা না পেয়ে আজ সকাল থেকেই ঘাটাল মহকুমা হাসপাতালে জরুরী বিভাগের সামনে অবস্থান-বিক্ষোভে বসলো তারা। তাদের দাবি, দ্রুত তাদের প্রাপ্য টাকা ও কাজ দিতে হবে।ঘটনার কথা স্বীকার করেছেন ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সুব্রত দে। তিনি বলেন, 'এজেন্সি মারফত করোনার সময়কালে ওই কর্মীদের নেওয়া হয়েছিল, তাদের কিছু বকেয়া টাকা দেয়নি এজেন্সি।কিন্তু আমরা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানতে পেরেছি ওই এজেন্সিকে সমস্ত টাকা মিটিয়ে দিয়েছে সরকার কিন্তু তারপরেও কেন ওদের বেতন দেওয়া হয়নি আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।'