New Update
/anm-bengali/media/post_banners/iLZQUoDtIEZpRfgWCh91.jpg)
নিজস্ব প্রতিনিধি:হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চাইল, কোভিডের মৃতের পরিবার কেনও এখনও ক্ষতিপূরণ পায়নি। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “রাজ্য কি স্বা্স্থ্য ব্যবস্থা ভেঙে ফেলতে চাইছে। অতিমারীর সময় এই গাফিলতি বরদাস্ত করা হবে না।“ হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ১২ আগস্টের মধ্যে রাজ্যকে জানাত হবে, কতজন ক্ষতিপূরণের আবেদন করেছেন, কবে করেছেন, কতজন ক্ষতিপূরণ পেয়েছেন, আর কতজন পাননি আর কেন পাননি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us